আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বাহরাইনে নাঈম শাখার উদ্যোগে দামোধর মাস উপলক্ষে দীপ প্রজ্জলন উৎসব অনুষ্ঠিত

মো. স্বপন মজুমদার

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন নাঈম শাখার উদ্যোগে দামোধর মাস উপলক্ষে দীপ প্রজ্জলন উৎসব অনুষ্ঠিত হয়েছে

বুধবার দেশটির নাঈম এরিয়াতে স্থানীয় সময় রাত ৭টায় এই উপলক্ষে ভাগবতীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

হিন্দু মহাজোট নাঈম শাখার সভাপতি শ্রী দুলাল মিএ এর সভাপতিত্বে

ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাঈম শাখার সাংগঠনিক সম্পাদক বিষু কর এর সঞ্চালনায়,

মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোদন করেন নাঈম শাখার নির্বাহী সভাপতি শ্রী অবিনাশ পাল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোট বাহরাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সুকুমার যীশু (হিন্দু রত্ন),

প্রধান বক্তা হিসাবে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি শ্রী বকুল সূএধর, প্রধান আলোচক ছিলেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্রী অনূকুল দেবনাথ,

বিশেষ অতিথি ছিলেন হিন্দু মহাজোটের উপদেষ্ঠা বাবু দুলাল দাশ, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব,

হিন্দু মহাজোটের যুগ্ন সাধারন সম্পাদক রুপম পাল,হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি মানিক দাস,

বিকাশ দেবনাথ,আশিষ দে, গৌর হরি দে,রতন মণ্ডল, কৃষ্ণ দাস,

নিতাই দাশ ,জহরলাল দাস, অসীম পাল, সুবীর দও ,

মঞ্জু বৈদ্য,নির্মল সেন, চিনু ভৌমিক, সুমন দও, উওম দে,

গৌওম দে, নির্মল দাশ, রাজীব চক্রবর্তী, বেনু ভৌমিক,রাজন পাল,

রাজু দে,সন্তোষ সূএধর, নেপাল দও,অমিত দেবনাথ, পিন্টু দে, সহ সংগঠনের নেতৃবৃন্দ।


Top