আজ || রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  মহান বিজয় দিবস উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন বিএনপি সানাদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন       ফেনীতে ১২ লাখ টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা, মরদেহ উদ্ধার করে পুলিশ       ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী       বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন       বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়       জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের    
 


বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) নিবরাছ মুহাম্মদ আলী ত্বালিবের সাথে গত বুধবার (৯ অক্টোবর) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। উক্ত বৈঠকের শুরুতেই চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে এলএমআরএ গূরত্বপূর্ণ ভূমিকা রাখায় CEOকে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসাথে CEO নিবরাছ মুহাম্মদ LMRA কে সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন।তিনি বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রমের ফলে অনিয়মিত শ্রমিকদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং দূতাবাসের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে বাংলাদেশী কর্মীরা উপকৃত হয়েছে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ LMRA-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেন। বিশেষ করে কর্মীদের দেশে ছুটিতে থাকা অবস্থায় ভিসা বাতিল, সিআর বাতিল করণের ফলে ঐ সিআর এর আওতাধীন কর্মীদের ভিসা বাতিল, কর্মীদের সুরক্ষায় নুন্যতম মজুরী নির্ধারণ এবং LMRA এর New Registration System এর আওতায় নিবন্ধনকৃত কর্মীদের মৃতদেহ দেশে পাঠানোতে সংশ্লিষ্টতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কর্মীদের পক্ষে সমাধানে LMRA এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বাংলাদেশ হতে বাহরাইনে নতুন কর্মী আনায়নের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার জন্যও অনুরোধ করেন। উপর্যুক্ত বিষয়সমূহের ইতিবাচক সমাধানে LMRA এর প্রধান নির্বাহী কর্মকর্তা তার চেষ্টা অব্যাহত রাখবেন মর্মে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আশ্বস্ত করেন।এ বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।


Top