আজ || বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক অনুষ্ঠিত       বাংলাদেশ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বাহরাইনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত       ফেনীর ৪০ চেয়ারম্যানই আত্মগোপনে, ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা       ফেনীর দাগনভূইয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০       দাগনভূঁইয়ার প্রত্যেক বাজারের, দায়িত্বশীলদের ওসি মোহাম্মদ লুৎফর রহমানের অনুরোধ       চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে, দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান       শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ    
 


বিএফসি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে জীবন পাল্টে গেল সানা উল্লা নামক বাহরাইন প্রবাসীর

বাহরাইন প্রতিনিধি :
প্রবাসীদের সুখ হচ্ছে পরিবার কে সচ্ছল রাখা, প্রচন্ড রৌদ্রের তাপে কঠিন পরিশ্রম করে যে টাকা উপার্জন করা হয়, সেই টাকা থেকে নিজের খরচ টা রেখে বাকি টাকাগুলো মাস শেষে  দেশে পাঠালেই যেনো সব কষ্টের কথা ভুলে যান একজন প্রবাসী, তেমনি নিজ  পরিশ্রমের টাকা থেকে ১০ হাজার টাকা দেশে পাঠিয়ে জীবন অনেকটা পাল্টে গেল ব্রাহ্মণবাড়িয়া  সদর থানা মোহাম্মদ পুর গ্রামের সানা উল্লা নামক বাহরাইন প্রবাসীর।
জানা যায়, বাহরাইন ফাইনেন্সিং কোম্পানি (বিএফসি) এক্সেঞ্জ, শেখ হামাদ রোড মানামা ব্রাঞ্চ থেকে কিছু দিন আগে টাকা পাঠান সানা উল্লাহ।
ব্রাঞ্চে কর্মরত সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার -হেড অফ বাংলাদেশ, সবুজ মিলন জানান বরাবরের মতো গত ১১ই মে থেকে ১৩ জুন পর্যন্ত একটি অফার দেয় বিএফসি কোম্পানি, গত ১৩ এপ্রিল র‍্যাফল ড্র হলে, প্রথম পুরস্কার  পান বাংলাদেশী প্রবাসী সানা উল্লাহ, অন্যান্য পুরস্কারের মধ্যে ২ গ্রাম  স্বর্ন পান প্রায় ২০০ জন,, একজন বাংলাদেশী হিসেবে নিজ কর্মস্থলে বাংলাদেশীকে পুরস্কৃত হতে দেখে আমি আনন্দিত।
আমি উনার ভবিষৎ উজ্জ্বল কামনা করছি, গত ১৬ জুন গাড়িটি হস্থান্তর করা হয়, এ সময় উপস্থিত ছিলেন বাহরাইন ফাইনেন্সিং কোম্পানির- সি ই ও  দিপক নেয়ার। সবুজ মিলন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার -হেড অফ বাংলাদেশ। আরুন বিশ্বনানন্দন মার্কেটিং ম্যানেজার।


Top