আজ || বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু       বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন গুদাবিয়া শাখার উদ্যোগে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ    
 


বিয়ের তিন মাসের মাথায় মা হলেন বলিউড নায়িকা ও বিউটি কুইন দিয়া মির্জা

আন্তর্জাতিক ডেস্ক :

বিয়ের তিন মাসের মাথায় মা হলেন বলিউড নায়িকা ও বিউটি কুইন দিয়া মির্জা। এই বলিউড অভিনেত্রী গেল ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন। বিয়ের তিন মাস পার হতেই দিলেন সুখবর, মা হয়েছেন তিনি৷ বুধবার (১৪ জুলাই) টুইটারের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নিলেন এ সুখবর। দিয়া মির্জা জানান, তিনি এবং স্বামী বৈভব রেখি মিলে ছেলের নাম রেখেছেন, ‘অভিযান’। সন্তানকে গর্ভে ধারণ করা থেকে তাকে জন্ম দেওয়ার এই যাত্রায় যারা দিয়া এবং বৈভবের পাশে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে তারকা দম্পতি। তার সঙ্গেই লিখেছেন, ‘এই ছোট্ট প্রাণটাকে আমরা অবাক হয়ে দেখছি। অভিভাবক হওয়া এবং এই বিশ্বসংসারের উপর আস্থা রাখার প্রকৃত অর্থ বিনীত হয়ে ওর কাছ থেকেই শিখছি আমরা।

গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক বৈভব রেখির সঙ্গে বৈদিক মতে বিয়ে সারেন দিয়া। বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় নেটমাধ্যমে নানা কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কিন্তু নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে সৎ মেয়ে এবং স্বামীকে নিয়ে ঘুরতে যান মলদ্বীপে। বৈভবের প্রথম পক্ষের মেয়ে সামায়রার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তার। সুখবর জানানোর পোস্টেও দিয়া উল্লেখ করেছেন সামায়রার কথা। তিনি লিখেছেন, ‘ও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। দিদি সামায়রা এবং ঠাকুরদা-ঠাকুমা ওকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন।


Top