আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ৫ বাংলাদেশীসহ আটক ৭৮

মেহেদী হাসান, মালয়েশিয়া:

ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের সেগাম্বুট ডালামের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পুরুষ, ২৫ নারী, তিন ছেলে ও তিন মেয়েসহ ৭৮ জন বিদেশিকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৩ জন ইন্দোনেশিয়ান ও পাঁচ বাংলাদেশি।

অবৈধ অভিবাসী বসতি নির্মূল করার জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেন, বিভাগ এ বছর এ পর্যন্ত নয়টি বসতি সনাক্ত করেছে।
তিনি বলেছিলেন যে বেশিরভাগ বসতিতে ইমিগ্রেশন অভিযান চালিয়েছিল কিন্তু কিছুদিন পর আবার সেখানে অবৈধ অভিবাসীরা পুণরায় বসতি স্থাপন করতে দেখা গেছে।
“বিদেশিদের ভাড়া দেওয়া স্থানীয়দের মালিকানাধীন বাসস্থান ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও বসতি রয়েছে এসব অবৈধ অভিবাসীদের।

বুধবার (১০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে ইমিগ্রেশন বিভাগের হরি রায়া (ঈদুল ফিতরি) উদযাপনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “এমনও কিছু ঘটনা রয়েছে যেখানে এই বসতিগুলিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বৈধ নথিপত্র রয়েছে এমন বিদেশিরাও বাস করে।
তিনি বলেছিলেন যে, তারা এই সমস্যাটি মোকাবেলার প্রচেষ্টায় কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) সহ অনেক দলের সাথে কাজ করবে।

এই অবৈধ বসতিগুলি যেভাবে নির্মূল করা যায় তা নিশ্চিত করার জন্য আমরা নজরদারি এবং অপারেশন পরিচালনা চালিয়ে যাব।

আমরা স্থানীয়দেরকে এইসব অবৈধদের সাথে ষড়যন্ত্র না করার জন্যও মনে করিয়ে দিতে চাই কারণ দোষী ব্যক্তিদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫ই(১) এর অধীনে ব্যবস্থা নেওয়া হতে পারে, তিনি বলেছিলেন।
এছাড়া তিনি আরো বলেন, যারা বিদেশীদের সুরক্ষা দেয় বা নিয়োগ দেয় তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬(১)(ডি)) এবং একই আইনের ৫৫বি ধারা অনুসারে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা যেতে পারে।


Top