আজ || বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন       সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন       ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্য রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” উদযাপন       সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন        কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত       বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: ফেনীতে আবদুল আউয়াল মিন্টু       পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!    
 


মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান

মো. মেহেদী হাসান
মালয়েশিয়ায় অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিয়েছে ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরা সদস্যরা। মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের অর্থায়নে

শনিবার ২৮ নভেম্বর কুয়ালালামপুরের কলেজ আনতারা বাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হোপ ফাউন্ডেশনের সেক্রেটারি (ট্রাষ্টি) মেসাচ জেভি, ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর বৃষ্টি খাতুন, সাংবাদিক আহমাদুল কবির ও হোপ ফাউন্ডেশনের স্পট ভোলান্ডিয়ার ইয়াসির আরাফাত।
কলেজ আনতারাবাংসা (কেএজিসি)তে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ওমর ফারুক, মো: কাজল আহমেদ, আফগানিস্তানের শাহেন শাহ আনছার, পাকিস্তানের হায়দার বাবার সহ অনেকেই খাদ্য সহায়তা পেয়ে খুশি। বৃষ্টির দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ৫ কেজি, নুডলস, তেল ২/৩ লিটার, চিনি, ছোলা বুট এক কেজি, মটর, ডাল, ডিম, হ্যান্ড-ওয়াশ ইত্যাদি। চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশি এ নারী শিক্ষার্থীর পরিকল্পনায় এবং মালয়েশিয়ার ন্যাশনাল হোপ ফাউন্ড্শেন (ইয়াইয়াসান হারাপান নেগারা)”র চেয়ারম্যান দাতুক সায়মনের সহযোগিতায় খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলি কোভিড-১৯ এরার প্রজেক্ট ডিরেক্টর সানওয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের বৃষ্টি খাতুন, এ পর্যন্ত তারা বাংলাদেশসহ ৫৬ দেশের ইন্টারন্যাশনাল তিন হাজারেরও অধিক স্টুডেন্ট এবং অভিবাসী শ্রকিদের মধ্যে খাদ্যসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে চলেছেন। এ ছাড়া মালয়েশিয়ার এতিম শিশুদেরও খাদ্য সহায়তা দিচ্ছেন বৃষ্টি।


Top