আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনী প্রতিনিধি:

মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন বিএনপির ক্যাডার, নির্যাতনকারী, শালিস বানিজ্যকারি শালিসদার, কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের বিরুদ্ধে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা।

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মুক্তিযোদ্ধা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, বাদশা মিয়া পিতা মৃত সফর আলী গ্রাম চরডুব্বা সোনাগাজী কাছ থেকে ২৮/ ১০/ ১৯৮৭ সালে ২৯৪ মৌজার সাবেক ১৩৫নং খতিয়ানের সাবেক দাগ ৫৫৯ নং দাগের দরজার দক্ষিণে হাল ডিয়ারা ৭৪ নং মৌজার ১২৪ নং খতিয়ানে ১১৭৩ দাগ ভুক্ত বাড়ীর দাগে ২ শতক জমি ছাপ কবলার মাধ্যমে ২ শতক জায়গা খরিদ করি।

মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বলেন, সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মৃত আবদুর গফুরের ছেলে বিএনপির ক্যাডার, বিএনপির আমলে মানুষষকে ক্ষমতা দাপট দেখিয়ে মানুষ নির্যাতনকারী হামলাকারি, শালিস বানিজ্যকারি, নারী লোভী কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামাল দৈর্ঘ্যদিন যাবত ক্রয়কৃত জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করে আমাকে হত্যা ও মামলা হামলা করার হুমকি দিয়ে আসতেছে।

তিনি আরো বলেন, স্থানীয় সমাজপতিদের কাছে মৌখিক অভিযোগ করলে লেংগা কামাল শালিসদার হওয়াতে কেউ তার বিরুদ্ধে শালিস না করে আজ কাল করে করে দৈর্ঘ্যদিন সময় পার করে এবং আমাকে হয়রানি করে। লেংগা কামাল শালিসে না বসে ও তার বাহিনী অস্ত্র নিয়ে আমাকে ও সমাজপতিদেরকে শালিস না করার জন্য হুমকি দেয়।

কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের সাথে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন সংযোগ পাওয়া যায়নি।


Top