আজ || মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা    
 


মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনী প্রতিনিধি:

মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন বিএনপির ক্যাডার, নির্যাতনকারী, শালিস বানিজ্যকারি শালিসদার, কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের বিরুদ্ধে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা।

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মুক্তিযোদ্ধা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, বাদশা মিয়া পিতা মৃত সফর আলী গ্রাম চরডুব্বা সোনাগাজী কাছ থেকে ২৮/ ১০/ ১৯৮৭ সালে ২৯৪ মৌজার সাবেক ১৩৫নং খতিয়ানের সাবেক দাগ ৫৫৯ নং দাগের দরজার দক্ষিণে হাল ডিয়ারা ৭৪ নং মৌজার ১২৪ নং খতিয়ানে ১১৭৩ দাগ ভুক্ত বাড়ীর দাগে ২ শতক জমি ছাপ কবলার মাধ্যমে ২ শতক জায়গা খরিদ করি।

মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বলেন, সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মৃত আবদুর গফুরের ছেলে বিএনপির ক্যাডার, বিএনপির আমলে মানুষষকে ক্ষমতা দাপট দেখিয়ে মানুষ নির্যাতনকারী হামলাকারি, শালিস বানিজ্যকারি, নারী লোভী কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামাল দৈর্ঘ্যদিন যাবত ক্রয়কৃত জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করে আমাকে হত্যা ও মামলা হামলা করার হুমকি দিয়ে আসতেছে।

তিনি আরো বলেন, স্থানীয় সমাজপতিদের কাছে মৌখিক অভিযোগ করলে লেংগা কামাল শালিসদার হওয়াতে কেউ তার বিরুদ্ধে শালিস না করে আজ কাল করে করে দৈর্ঘ্যদিন সময় পার করে এবং আমাকে হয়রানি করে। লেংগা কামাল শালিসে না বসে ও তার বাহিনী অস্ত্র নিয়ে আমাকে ও সমাজপতিদেরকে শালিস না করার জন্য হুমকি দেয়।

কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের সাথে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন সংযোগ পাওয়া যায়নি।


Top