আজ || মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা    
 


মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

রাশেদ কাদের:

মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

২০২১ সালকে স্বরনীয় করে রাখতে এবং মুরাদনগর উপজেলার সমস্ত উচ্চ বিদ‍্যালয়ের s.s.c ব‍্যাচের ছাত্র ছাত্রীদের ২০ বছর পুর্তি উপলক্ষে মুরাদনগর উপজেলার কবি কাজি নজরুন ইসলাম মিলনায়তনে এক বর্ন‍্যাঢ‍্য আয়োজনে পালন করা হয় s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি অনুষ্ঠানটি।

দেশে অবস্থানরতদের পাশাপাশি প্রবাস থেকেও অনেক ভিডিও বার্তায় তাদের ২০ বছর পুর্তির অনুভূতির কথা তুলে ধরেন অনেক দিন পর বন্ধুদের পেয়ে স্মৃতিচারণে হারিয়ে পড়েন অনেকে সকাল ১০ টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়

তার পর জাতিয় সংগীত শেষ করে কেক কাটা হয় ২০ বছর পুর্তিতে পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, স্কুল জীবনের স্মৃতিচারণ, প্রেমের স্মৃতি, স‍্যারদের স্মৃতি, খেলার মাঠের স্মৃতিচারণ করা হয়।

তার পর চা বিরতি শেষ করে এডমিন প‍্যানেল থেকে কয়েকজন বক্তব্যে দেন। জুমার নামাজ ও দুপুরে খাবার বিরতির পর আবারও শুরু হয় বন্ধু এবং তাদের পরিবারের পারফরম্যান্স দিয়ে।

পারফরম্যান্স এর মধ্য ছিল নাচ, গান, কৌতুক, আবৃত্তি ও কোরআন তেলাওয়াত। পারফরম্যান্সের জন‍্য সবাইকে পুরস্কিত করা হয়। পুরস্কার বিতরন করেন নিজ বন্ধু মহলের নিজেরাই সাংস্কৃতি অনুষ্ঠানে স্থানীয় ও অথিতি শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন সবাইকে। সর্ব শেষে ছিল ডি, জে পরিবেশনা


Top