আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

রাশেদ কাদের:

মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

২০২১ সালকে স্বরনীয় করে রাখতে এবং মুরাদনগর উপজেলার সমস্ত উচ্চ বিদ‍্যালয়ের s.s.c ব‍্যাচের ছাত্র ছাত্রীদের ২০ বছর পুর্তি উপলক্ষে মুরাদনগর উপজেলার কবি কাজি নজরুন ইসলাম মিলনায়তনে এক বর্ন‍্যাঢ‍্য আয়োজনে পালন করা হয় s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি অনুষ্ঠানটি।

দেশে অবস্থানরতদের পাশাপাশি প্রবাস থেকেও অনেক ভিডিও বার্তায় তাদের ২০ বছর পুর্তির অনুভূতির কথা তুলে ধরেন অনেক দিন পর বন্ধুদের পেয়ে স্মৃতিচারণে হারিয়ে পড়েন অনেকে সকাল ১০ টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়

তার পর জাতিয় সংগীত শেষ করে কেক কাটা হয় ২০ বছর পুর্তিতে পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, স্কুল জীবনের স্মৃতিচারণ, প্রেমের স্মৃতি, স‍্যারদের স্মৃতি, খেলার মাঠের স্মৃতিচারণ করা হয়।

তার পর চা বিরতি শেষ করে এডমিন প‍্যানেল থেকে কয়েকজন বক্তব্যে দেন। জুমার নামাজ ও দুপুরে খাবার বিরতির পর আবারও শুরু হয় বন্ধু এবং তাদের পরিবারের পারফরম্যান্স দিয়ে।

পারফরম্যান্স এর মধ্য ছিল নাচ, গান, কৌতুক, আবৃত্তি ও কোরআন তেলাওয়াত। পারফরম্যান্সের জন‍্য সবাইকে পুরস্কিত করা হয়। পুরস্কার বিতরন করেন নিজ বন্ধু মহলের নিজেরাই সাংস্কৃতি অনুষ্ঠানে স্থানীয় ও অথিতি শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন সবাইকে। সর্ব শেষে ছিল ডি, জে পরিবেশনা


Top