আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


মুরাদনগর টু ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির বেহাল দশা,যে কোন সময় বি‌চ্ছিন্ন হতে পারে যোগা‌যোগ 

বিশেষ প্রতিবেদক

মুরাদনগর টু ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির বেহাল দশা,যে কোন সময় বি‌চ্ছিন্ন হতে পারে যোগা‌যোগ

কুমিল্লা জেলার মুরাদনপগর থানার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি ব্রিজিটির যেন দেখার কেউ নেই দির্ঘদিন মেরামত বিহীন ভাবে পরে আছে। মুরাদনগর থেকে ইলিয়টগন্জ যাতায়াতের প্রধান সড়কের নেয়ামতকান্দি ব্রিজটির অধিকাংশ জায়গাই সংস্কার বিহীন এবং স্টিলের পাতগুলো ফাকা হয়ে গেছে।ফলে যানবাহন চলাচলের সময় গাড়ির চাকা ফাদে পরে আটকে যায়। এই কারনে মাঝে মধ্যে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। এবং সাধারণ জনগণের ভিবিন্ন সময় ভোগান্তির সম্মক্ষীন হতে হয় বিশেষ করে মুরাদনগর- বি- বাড়িয়া -কোম্পানিগন্জ থেকে খুব দ্রত সময়ে ঢাকা পৌঁছনো যায় বলে মুরাদনগর ইলিয়টগন্জ সড়কটির গুরুত্ব বেড়ে যায় ব‍্যস্ততম এই সড়কটির বিশেষ করে মুরাদনগর থানায় বাখরাবাদ গ‍্যাস ফিল্ড ও কোম্পানিগন্জ বাজারের পরিবহনের বিরাট একটি ভূমিকা রাখতে পারে এই মুরাদনগর টু ইলিয়টগন্জ রাস্তাটি।

নেয়ামত কান্দির মৃত্যু ফাদ পাতা ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গরে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ চলাচল করে। দির্ঘদিন ধরে সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণ নাহলে। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত গ্রাম হে শহর প্রকল্পটির বেঘাত ঘটবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাই বড় ধরনের দুর্ঘটনার আগেই যেন ব্রিজটি নতুন করে নির্মাণ অথবা সংস্কার করা হয় এলাকা বাসীর প্রানের দাবী হয়ে উঠেছে। কুমিল্লা ৩ মুরাদনগরের মাননীয় সংসদ জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সড়ক মন্ত্রণালয় বিশেষ নজর দিবেন বলে এলাকায় বাসীর আশা


Top