আজ || রবিবার, ২৭ জুলাই ২০২৫
শিরোনাম :
  পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!       মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে ১৭১ জন       বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা    
 


মো. মহসিন পারভেজ বাহরাইন আগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন- বিএমএসএফ

নিজস্ব প্রতিনিধি :

ডিভিসি নিউজ এর কুয়েত প্রতিনিধি মো. মহসিন পারভেজ বাহরাইন আগমন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- (বিএমএসএফ) বাহরাইন শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শরিবার দেশটির রাজধানী মানামা কিউ রেষ্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে আশফাক আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি মো স্বপন মজুমদার।

এই সময় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের কুয়েত প্রতিনিধি: মো. মহসিন পারভেজ, যমুনা টেলিভিশন বাহরাইন প্রতিনিধি মো. স্বপন মজুমদার, ডিবিসি নিউজের বাহরাইন প্রতিনিধি নোমান ছিদ্দিকী, আইঅন টিভির বাহরাইন প্রতিনিধি আলী তালুকদার (মাহির) কিউ টিভির বাহরাইন প্রতিনিধি আশফাক আহমেদ, দৈনিক উচ্চকণ্ঠ বাহরাইন প্রতিনিধি মনিরুল ইসলাম।

এসময় ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন, বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি: সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকী, নিউজ ২৪ এর বাহরাইন প্রতিনিধি: একরাম হোসেন টিটু, দৈনিক পূর্বকোণের বাহরাইন প্রতিনিধি: সুকান্ত দেব।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


Top