আজ || সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


রাশিয়ার পর এবার করোনার ভ্যাকসিন অনুমোদন দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার পর এবার চীন করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। দেশটি বলছে, তাদের ভ্যাকসিন করোনা ভাইরাসের বিরুদ্ধে ‘নিরাপদ ও প্রতিরোধ ক্ষমতা তৈরি করে’। রোববার (১৭ আগষ্ট ) চীন এ ভ্যাকসিনের অনুমোদন দেয়। চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) টুইটারে জানায়, চীন কোভিড-১৯ এর ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। যা তৈরি করেছে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়েইর দল। ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে, এটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।

আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, এই ভ্যাকসিন ‘নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি করে’। ৩২০ জন ‘স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবী’ এ ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন। যাদের বয়স ১৮ থেকে ৫৯ এর মধ্যে। এদের মধ্যে ৯৬ জন প্রথম ধাপে এবং বাকি ২২৪ জন অংশ নেন দ্বিতীয় ধাপের ট্রায়ালে।   এর আগে রাশিয়া বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়। ২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ২৭৯ জনের । এর রোগে আক্রান্ত হয়েছেন আরও ২ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৭৮২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ৩৪৭ জন।

 


Top