আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম কে বিদায় সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন

বিশেষ প্রতিবেদক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের বিদায় উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ বিসনেস ফোরামের নিজস্ব হল রুমে সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও আবদুল হান্নান এবং আক্তারুজ্জামান সরকারের যৌথ সঞ্চালনায় এবং নোমান উদ্দিন মনিরের পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ জসিমউদদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, গেস্ট অফ অনার ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, বিশেষ অতিথি ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান, আরো উপস্থিত ছিলেন, বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা শফিউদ্দিন আহমেদ, তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফআহমেদ, আওয়ামী লীগের সভাপতি মো. শাহ জালাল বিজনেস ফোরামের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম, সিনিয়র সহ সভাপতি আবুল বাসেত সহ সভাপতি আকতার হোসেন কাচা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মকবুল, মহিউদ্দিন,

আরো উপস্থিত ছিলেন ড. সাহেদুল ইসলাম,জয়নাল আবেদিন,আল-আমীন, সবুজ মিলন, মাজহারুল ইসলাম বাবু, শাহ আবদুল হক, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম আকন, বদরুল আলম, সালাহউদ্দিন আহমেদ, আবদুস সাত্তার, আল মারুফ, রফিকুল, এমবি জালাল, মিজানুর রহমান, রবিউল ইসলাম, আমির হামজা, আবদুর রহমান সহ অনেকে।

এসময় সংগঠনের সভাপতি আইনুল হক বলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম বাহরাইনে যোগদানের পর বিভিন্ন মন্ত্রনালয়ে সভা সমাবেশের মাধ্যমে ও সামাজিক – সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাহরাইনিদের কে বুঝাতে সক্ষম হন বাংলাদেশ শুধু লেবার সাপ্লায়ার দেশ নয় ব্যবসা -বিনিয়োগ ও মধ্যম আয়ের একটি দেশ। তিনি সর্বদা অসহায় প্রবাসী বাংলাদেশিদের অবিভাবক হিসেবে বাহরাইন বসবাসকারী প্রবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন।

শেষে সংবর্ধিত বিদায়ী রাষ্ট্রদূত কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় সংবর্ধনার জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশ বিসনেস ফোরামের সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাহরাইনে দায়িত্বে থাকা বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিজনেস ফোরাম সদস্যবৃন্দসহ ,প্রবাসী বাংলাদেশিরা।


Top