আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার    
 


রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম কে বিদায় সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন

বিশেষ প্রতিবেদক

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের বিদায় উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ বিসনেস ফোরামের নিজস্ব হল রুমে সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও আবদুল হান্নান এবং আক্তারুজ্জামান সরকারের যৌথ সঞ্চালনায় এবং নোমান উদ্দিন মনিরের পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ জসিমউদদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম, গেস্ট অফ অনার ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, বিশেষ অতিথি ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান, আরো উপস্থিত ছিলেন, বিজনেস ফোরামের প্রধান উপদেষ্টা শফিউদ্দিন আহমেদ, তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফআহমেদ, আওয়ামী লীগের সভাপতি মো. শাহ জালাল বিজনেস ফোরামের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম, সিনিয়র সহ সভাপতি আবুল বাসেত সহ সভাপতি আকতার হোসেন কাচা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মকবুল, মহিউদ্দিন,

আরো উপস্থিত ছিলেন ড. সাহেদুল ইসলাম,জয়নাল আবেদিন,আল-আমীন, সবুজ মিলন, মাজহারুল ইসলাম বাবু, শাহ আবদুল হক, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম আকন, বদরুল আলম, সালাহউদ্দিন আহমেদ, আবদুস সাত্তার, আল মারুফ, রফিকুল, এমবি জালাল, মিজানুর রহমান, রবিউল ইসলাম, আমির হামজা, আবদুর রহমান সহ অনেকে।

এসময় সংগঠনের সভাপতি আইনুল হক বলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম বাহরাইনে যোগদানের পর বিভিন্ন মন্ত্রনালয়ে সভা সমাবেশের মাধ্যমে ও সামাজিক – সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাহরাইনিদের কে বুঝাতে সক্ষম হন বাংলাদেশ শুধু লেবার সাপ্লায়ার দেশ নয় ব্যবসা -বিনিয়োগ ও মধ্যম আয়ের একটি দেশ। তিনি সর্বদা অসহায় প্রবাসী বাংলাদেশিদের অবিভাবক হিসেবে বাহরাইন বসবাসকারী প্রবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন।

শেষে সংবর্ধিত বিদায়ী রাষ্ট্রদূত কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় সংবর্ধনার জবাবে রাষ্ট্রদূত বাংলাদেশ বিসনেস ফোরামের সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাহরাইনে দায়িত্বে থাকা বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিজনেস ফোরাম সদস্যবৃন্দসহ ,প্রবাসী বাংলাদেশিরা।


Top