আজ || শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


রাষ্ট্রপতির কাছে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের আবারও চিঠি

রাষ্ট্রপতির কাছে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের আবারও চিঠি

নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়মের তদন্ত করে  ব্যবস্থা নেয়ার অনুরোধে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে আবারও চিঠি দিয়েছেন। একই সঙ্গে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রীম জুডিসিয়াল গঠন করার আবেদন করা হয়েছে।

চিঠিতে বলা হয়, নয় মাস অনুসন্ধান করে নির্বাচন কমিশন ও কমিশনের অধীনের ইলেক্টোরাল ট্রেনিং ইনস্টিটিউটের দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে ২০১৯ সালে বৈশাখী টেলিভিশন সাত পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে উপস্থাপন হয়, বিশেষ বক্তা, কোর্স উপদেষ্টা, কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক, সহকারী সমন্বয়কসহ ১৫টি পদের নামে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং  অন্য চারজন কমিশনার, কমিশন সচিব, ট্রেনিং ইনস্টিটিউটের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কয়েক ব্যক্তিকে অন্যায় ও অনৈতিক আর্থিক সুবিধা দেয়া হয়েছে।

অভিযোগ উঠে, ২০১৮-১৯ সালে কিছু কর্মকর্তা প্রশিক্ষণ বাজেট থেকে ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারমধ্যে সাড়ে তিন কোটি টাকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধানসহ ১৮ কর্মকর্তা। চিঠির সঙ্গে বৈশাখী টেলিভিশনের সেই ধারাবাহিক প্রতিবেদনও সংযোজন করেন বিশিষ্ট নাগরিকরা। পাশাপাশি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের  কার্যালয়ের অডিট আপত্তি সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপিও পাঠানো হয়।

গত ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে প্রথম চিঠি দিয়েছিলেন ৪২ বিশিষ্ট নাগরিক। এবারের চিঠিটি পাঠানো হয় ১৭ জানুয়ারী। দ্বিতীয় চিঠিতে এসব বিষয়ে সরাসরি অবগত করতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছেন বিশিষ্ট নাগরিকরা।


Top