আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


সকলের কাছে দোয়া প্রার্থী উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে রুমকি ইসলাম

মো. মেহেদী হাসান

সকলের কাছে দোয়া প্রার্থী উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে রুমকি ইসলাম

যোগ্য পিতা-মাতার যোগ্য সন্তান রুমকি ইসলাম। প্রতিনিয়ত আমরা অবচেতন মনে যা ভাবি, বাস্তবতা আমাদের সে দিকেই নিয়ে যায়। ভবিষ্যতে আমরা আত্মপ্রকাশ করি সেভাবেই। আসলে মন যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা অর্জন করতে পারে। আর এখানেই মনছবির শক্তি।

তবে অধিকাংশ মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে না তার মনের ইচ্ছাটাকে। নির্ধারণ করতে পারে না তার লক্ষ্যকে। প্রকৃত লক্ষ্যের খোঁজে সে ছুটে চলে এক পথ থেকে আরেক পথে। শুধু খুঁজে দেখে না তার মনের ভেতরে। এ দিকে ফুরাতে থাকে তার শক্তি শ্রম সময়ের মত আরও অনেক মূল্যবান সম্পদ। তাই সাফল্যের জন্যে লক্ষ্য নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ।
আর তেমনি একজন গুরুত্বপূর্ণ শিক্ষার্থীকে আমরা খুঁজে পেয়েছি।

নওগাঁ জেলার আরজী নওগাঁ, মৌলভীপাড়া, গ্রামের প্রবীণ সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সুযোগ্য কন্যা রুমকি ইসলাম। রুমকি ইসলাম বলেন- আমি সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট থেকে প্রথম বিভাগে স্নাতক পাস করেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একই বিষয়ে স্নাতকোত্তর এ পড়াশুনা শুরু করতে ইচ্ছুক। সকলের দোয়া কামনা করতেছি। প্রথমেই আল্লাহ পাক এর দরবারে লাখো শুকরিয়া জানাই। মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক এর অশেষ দয়া এবং আমার বাবা-মা, বড়মা, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন দের দোয়ায় আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি – তবে আমার বাবা সবচেয়ে বেশী সাপোর্টিভ ছিলেন আমার জন্য। প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়াশুনা করেছি খরচের পরিমাণ কম ছিল না। আমার বাবা আমার পড়াশুনার ৮০% ভাগ খরচ বহন করেছেন- বাকি ২০% আমার বড় ভাই মোঃ রাশিদুল ইসলাম রোমন। আমার এবং আমার পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে আমার বাবার গুরুত্ব অপরিসীম যা বর্ণনা করার মত ভাষা আমার নেই। আমার বাবা মোঃ রফিকুল ইসলাম একজন প্রবীণ সাংবাদিক কুয়ালালামপুর মালয়েশিয়াতে সাংবাদিক হিসাবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন। একজন অসুস্থ মানুষ হয়েও তিনি যেভাবে তার পরিবার কে আর্থিকভাবে কন্ট্রিবিউট করে গেছেন সেটা আসলে বলে শেষ করা যাবেনা! আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ্ পাক এর কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এমন একজন পিতা দিয়েছেন। যার কথা আমি লিখে বা বলে বোঝাতে পারবোনা। তাই আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন- যেন মহান আল্লাহ তাআলা আমার বাবাকে সুস্থতা দান করেন কারণ আমার বাবা ছাড়া পৃথিবীতে আমি নিজেকে কল্পনাও করতে পারিনা। বাবার ছায়াতলে সারাটা জীবন কাটাতে চাই আমি।
আরও একজন মানুষ আছে, সেটা হলো আমার গর্ভধারিনি মা- মোছাঃ রহিমা খানম – সে শুধুই আমার গর্ভধারিনি মা নন- তিনি আমার খুব ভালো বন্ধুও।তার হাত ধরেই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। বাবা দূর প্রবাসে দীর্ঘ সময় ধরে আছেন তবুও সেটা মায়ের আদর- ভালোবাসা কখনো বাবার অভাব বুঝতে দেয়নি আমাকে। তাই সবাই আমার এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন।  এবং সবার উদ্দেশ্য করে বলবো ক্লাসে প্রথম হওয়ার জন্য অসাধারণ মেধাবী হওয়ার প্রয়োজন নেই। আসলে ক্লাসে প্রথম হওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রথম হওয়ার পূর্বশর্ত হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ একজন শিক্ষার্থী তার জীবনে পরিপূর্ণতার স্বাদ পেতে পারে, সেরা ছাত্র বা ছাত্রী হতে পারে, যদি তার জীবনযাত্রায় আনতে পারে ইতিবাচক পরিবর্তন। আর ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব সব শিক্ষার্থীদের।


Top