আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আনসার বাহিনীর ধানের চারা বিতরণ       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া    
 


সরকারের অনুমতি ছাড়া ভাসানচর যাওয়া নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট 

সরকারের অনুমতি ব্যাতিত রোহিঙ্গাদের জন্য ক্যাম্প করা ভাসানচরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি জানান, ১৮ হজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর কার হয়েছে। সেখানে তারা মানসম্মত আবাসস্থল পেয়েছে। এরপরেও তারা বিক্ষোভ করে পাঁচ হাজার করে টাকা ভাতা চেয়েছে। বিশ্বের কোনো দেশে অভিবাসীদের নাগরিক সুবিধা দেয়া হয় না। তাদের শুধুমাত্র থাকতে দেয়া হয়, নিরাপত্তা দেয়া হয়। আমার বলেছি তাদের নিরাপত্তা ও চিকিৎসার যেন কোনো ঘাটতি না হয়।

তিনি বলেন, ভাসানচর একটি বিচ্ছিন এলাকা । কিন্তু সেখানে প্রতিদিনই বহুসংখ্যক মানুষ গিয়ে ভীড় করছে। ব্যবসা বাণিজ্য করছে। এসব বন্ধ করার জন্য সরকার নির্দেশ দিয়েছেন। এখন থেকে কেউ বিনা অনুমতিতে আর ভাসান চর যেতে পারবে বলে জানান তিনি। এছাড়া ভাসানচরে যাতায়াতের যেসব বাহন আছে সেগুলো বন্ধ থাকবে। সাংবাদিক বা অন্য কেউ সেখানে যেতে চাইলে সরকারের অনুমোদন নিয়ে যাবেন।’

‘যারা কক্সবাজার বা অন্য এলাকায় রয়েছে তারা মাদক ব্যবসা ও অনৈতিক কাজের সঙ্গে জড়িত। সেটা নিয়ন্ত্রণের জন্য চারদিকে ওয়াল নির্মাণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। সিসি ক্যামেরা বাড়ানো হবে। অবৈধ কর্মকাণ্ড যাতে বন্ধ হয় আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন জানিয়ে মোজাম্মেল হক বলেন, ‘আমরা পুলিশ ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছি। এরা যৌথভাবে বিষয়টি দেখবেন। যদি কাউকে পাওয়া যায় তাকে ধরে ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে তাদের ভাসানচরে পাঠিয়ে দেয়া হবে।’


Top