আজ || রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  মহান বিজয় দিবস উপলক্ষে যুবদল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন বিএনপি সানাদ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন       ফেনীতে ১২ লাখ টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা, মরদেহ উদ্ধার করে পুলিশ       ফেনীর মহিপালে ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী       বাহরাইনে “NEW AL RIYAZ GENERAL TRADING” এর দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন       বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে বিহার-ওড়িশাও রেহাই পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়       জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের    
 


হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত : বিমানে থাকা ছয় আরোহীই নিহত

হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত : বিমানে থাকা ছয় আরোহীই নিহত

ছয়জন আরোহী নিয়ে হাইতিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন একটি মার্কিন মিশনারির সদস্য ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী পোর্ট অব প্রিন্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিমানটি স্থানীয় সময় শুক্রবার ৬টা ৫৭ মিনিটে বিমানবন্দর থেকে যাত্রা করেছিল।

দেশটির ন্যাশনাল সিভিল এভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, যাত্রা করার এক ঘণ্টা পরেই রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেলে পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি দুর্ঘটনায় পতিত হয়।

এক বিবৃতিতে এনসিএও জানিয়েছে, বিমানটি ছয়জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। হাইতির ওয়েস্ট ডিপার্টমেন্টের নাগরিক সুরক্ষা সমন্বয়কারী গুটেনবার্গ ডেসটিন এএফপিকে নিশ্চিত করেছেন যে, বিমানে থাকা ছয় আরোহীই নিহত হয়েছেন। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে তদন্ত চলছে। হাইতিতে মার্কিন মিশনারি সংস্থা গোসপেল জানিয়েছে, দুর্ঘটনায় ওই সংস্থার দু’জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রেন্ট হোসটেল্টার (৩৫) এবং অন্যজন জন মিলার (৪৩)। দুই বিমানে করে বড় একটি গ্রুপ বের হয়েছিল। প্রথম বিমানে হোসটেল্টারের স্ত্রী এবং সন্তানরা ছিল। সৌভাগ্যক্রমে ওই বিমানটি ভালোভাবেই গন্তব্যে পৌঁছেছে। দ্বিতীয় বিমানটি পৌঁছাতে দেরি করায় হোসটেল্টারের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে তারা দুর্ঘটনার খবর পায়।

ঘটনাস্থলে একটি তল্লাশি টিম পাঠানো হলে তারা আজ সকালে বিমানটির খোঁজ পায় এবং ওই বিমানে থাকা ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

 


Top