আজ || শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন       বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর       গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আবদুল আউয়াল মিন্টু    
 


বাহরাইনের রাজার কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এর পরিচয় পত্র পেশ:

মো. স্বপন মজুমদার:
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার, এনডিসি, দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফার কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আল শাখির প্রাসাদে এক বর্ণাঢ্য আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।

একই অনুষ্ঠানে সৌদি আরব, তুরস্ক, থাইল্যান্ড ও সার্বিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতরাও তাদের পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বাহরাইনে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই রাজার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বিশেষভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

ড. ইউনুস বাহরাইনের রাজা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খলিফার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির অসাধারণ অগ্রগতির জন্য অভিনন্দন জানান। তিনি বাহরাইনের শান্তিপূর্ণ পারস্পরিক উদ্যোগের প্রশংসাও করেন।

বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তার জন্য রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ২০০৫ সালে বাহরাইন সরকার কর্তৃক বাংলাদেশ স্কুলের জন্য জমি দান করায় তিনি রাজার প্রতি ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে বাহরাইনের রাজা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে সফল দায়িত্ব পালনের শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী দিলরুবা আখতার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার ব্যক্তিগত প্রতিনিধি শেখ আবদুল্লাহ বিন হামাদ আল খলিফা।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়্যাল গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শেখ নাসের বিন হামাদ আল খলিফা, রয়্যাল কোর্টের মন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা এবং রয়্যাল প্রটোকলের প্রধান মেজর জেনারেল খলিফা বিন আহমেদ আল ফাধালা।

প্রসঙ্গত, রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানির কাছে তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেন।


Top