আজ || শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


সাভারে স্কুলছাত্রী নীলার হত্যাকারী মিজান গ্রেফতার

সাভারে স্কুলছাত্রী নীলার হত্যাকারী মিজান গ্রেফতার


সাভারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নিলা রায় (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকয়ার একটি বাড়ি থেকে মাদকাসক্ত অবস্থায় তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।

ঘাতক মিজানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমান। বর্তমানে সে পুলিশ হেজাফতে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমান জানান, নীলার হত্যাকারী কিশোর গ্যাংয়ের সদস্য ঘাতক মিজান তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকয়ার মো. পারভেজের বাড়িতে লুকিয়ে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঢাকা জেলা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে পুরো বাড়িটি ঘিরে ফেলে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে লুকিয়ে থাকা অবস্থায় ঘাতক মিজানকে গ্রেফতার করা হয়। এসময় সে মাদক সেবন করা অবস্থায় ছিল। এ সময় ওই বাড়িয়ে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে।


Top