আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মা

মো.মেহেদী হাসান

না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মা

মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী তুন আবদুল রাজ্জাক হুসেনের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের মা তুন রাহাহ মোহাম্মদ নোহ (৮৭) মারা গেছেন। ১৮ ডিসেম্বর দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাজিব রাজাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মা আমাদের ছেড়ে চলে গেছে মওলার ডাকে। চোখ দিয়ে অশ্রু বয়ে গেল। মায়ের মৃত্যুতে আমার পরিবার খুবই মর্মাহত।’ মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

তুন রাহাহ ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর আবদুক রাজাকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দম্পতির পাঁচ ছেলে নাজিব, মোহাম্মদ নাজির, দাতুক আহমদ জোহরি, দাতুক মোহাম্মদ নিজাম ও দাতুক মোহাম্মদ নাজিম।
জোহরের মুয়ারে ১১ জুন, ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন, রাহাহ মালয়েশিয়ার গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মুসলিম মহিলা অ্যাকশন অর্গানাইজেশনের (পার্টিভি) পৃষ্ঠপোষকসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি মালয়েশিয়ার প্রথমদিকের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হিসেবে ছিলেন এবং তার স্বামী ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের নামানুসারে নামকরণ করেছিলেন।
নাজিব রাজাকের মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান রাজা সুলতান আব্দুল্লাহ। জানিয়েছেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। এছাড়া ছুটে যান আনোয়ার ইব্রাহিম। দলমত নির্বিশেষে দেশের সাধারণ জনগণও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।


Top