আজ || সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার    
 


হবিগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব একে কাওসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএমএসএফ জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মশিউর রহমান, মীর মো. আব্দুল কাদির, সদস্য ডা. শেখ এম এ জলিল, এম সাজিদুর রহমান, মো. রহমত আলী, মো. আব্দুল হান্নান, কাউছার আহমেদ টিপু, নিরঞ্জন গোস্বামী শুভ, মোতাব্বির হুসেন কাজল, মো. জমির আলী, ফয়সল আহমেদ পলাশসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন- জীবনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি মামলা প্রত্যাহারের বাস্তবায়ন না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপযোগী আইন প্রণয়ন করতে হবে। এছাড়াও বিএমএসএফ’র ১৪ দফা দাবীগুলো তুলে ধরে অনতি বিলম্বে সেগুলো কার্যকর করার জোর দাবী জানানো হয়।

এছাড়া সভায় হবিগঞ্জের ৯টি উপজেলায় আগামী ১৫ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠন, জেলা শাখায় আইনজীবি নিযুক্ত করা সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষে জেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 


Top