আজ || মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার       ফেনীর দাগনভূঞায় শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে উপহার বিতরণ       পানি সন্ত্রাস বন্ধ করতে প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত       ফেনীর দাগনভূঞায় বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ       থানায় ব্যর্থ হয়ে আদালতে বিএনপি নেতা আকবর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা    
 


ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে এই ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম এর সভাপতিত্বে ও সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিষ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন।

বিশেষ অতিথি ছিলেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইস্কান্দর নূরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার জিএম নাহিদুল হাসান, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা লাইলী, দাগনভূঞা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এনায়েত উল্যাহ, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ,

পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উল হক জিয়া ও এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেশ মজুমদার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বালক দল খেলায় ২-১ গোলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় সালামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকা দল খেলায় ১-০ গোলে কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।


Top