আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ.কে.এম. মহিউদ্দিন কায়েস বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) নিবরাছ মুহাম্মদ আলী ত্বালিবের সাথে গত বুধবার (৯ অক্টোবর) তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। উক্ত বৈঠকের শুরুতেই চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে এলএমআরএ গূরত্বপূর্ণ ভূমিকা রাখায় CEOকে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একইসাথে CEO নিবরাছ মুহাম্মদ LMRA কে সাথে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন।তিনি বলেন, এসব সচেতনতামূলক কার্যক্রমের ফলে অনিয়মিত শ্রমিকদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং দূতাবাসের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে বাংলাদেশী কর্মীরা উপকৃত হয়েছে।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশী কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সমূহ LMRA-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করেন। বিশেষ করে কর্মীদের দেশে ছুটিতে থাকা অবস্থায় ভিসা বাতিল, সিআর বাতিল করণের ফলে ঐ সিআর এর আওতাধীন কর্মীদের ভিসা বাতিল, কর্মীদের সুরক্ষায় নুন্যতম মজুরী নির্ধারণ এবং LMRA এর New Registration System এর আওতায় নিবন্ধনকৃত কর্মীদের মৃতদেহ দেশে পাঠানোতে সংশ্লিষ্টতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কর্মীদের পক্ষে সমাধানে LMRA এর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বাংলাদেশ হতে বাহরাইনে নতুন কর্মী আনায়নের বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার জন্যও অনুরোধ করেন। উপর্যুক্ত বিষয়সমূহের ইতিবাচক সমাধানে LMRA এর প্রধান নির্বাহী কর্মকর্তা তার চেষ্টা অব্যাহত রাখবেন মর্মে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আশ্বস্ত করেন।এ বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।


Top