আজ || মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী       প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের সম্মান করা: ইউএনও নিবেদিতা চাকমা       ফেনীর দাগনভূঞায় শ্রী চৈতন্য ভাবামৃত সংঘের উদ্যোগে মহোৎসব অনুষ্ঠিত       বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু    
 


প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের সম্মান করা: ইউএনও নিবেদিতা চাকমা

দাগনভূঞা প্রতিনিধি:
শিক্ষক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা উপজেলা স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শনে গিয়ে একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে মজার সব গল্প শুনান। এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মায়ের পরে শিক্ষকদের অবস্থান। কাজেই প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে চলা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে পৌর শহরের পুরাতন থানা রোড এলাকায় জাতীয় পর্যায়ে একাধিকবার চিত্রকলায় বিজয়ী শিক্ষার্থীদের স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শন করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা শিল্প কলা একাডেমির সহসভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষার্থীদের অভিভাবকরা ও অত্র আর্ট স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন ইউএনও নিবেদিতা চাকমা, ইউএনও আরও বলেন,শিক্ষা জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাদের মাঝে আমার স্বপ্ন গুলো দেখতে পাই। একদিন তারা বড় বড় অফিসার হবে। দেশ পরিচালনা করবে। বিশ্বজয় করবে। এক কথায় উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যেখানেই থাকি শিক্ষার্থীদের সাথে আমার যোগাযোগ থাকবে। আমরা চাই স্বপ্নের সমান বড় হোক তারা।


Top