আজ || রবিবার, ১০ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীতে সাংবাদিক আবদুর রহিমের উপর হামলা ৪ বালুখেকোর এর বিরুদ্ধে মামলা       ফেনীর বিতর্কিত ডিসি, মুছাম্মৎ শাহীনাকে বদলি, নতুন ডিসি হলেন সাইফুল ইসলাম       ফেনীর দাগনভূঞায় বিদেশি মদসহ মাদকদ্রব্য উদ্ধার       জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল বাহরাইন বেনিজুমরা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় প্রিন্সিপাল এম.এ হোসেনকে সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী       ফেনীতে নাগরিক ব্লাড ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ফেনীর দাগনভূঞায় জাতীয় সমবায় দিবস পালিত       ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ইকো”র আত্মপ্রকাশ    
 


ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু

মোশারফ হোসেন জনি

ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু ।

কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এ.কে.এম. মুহসিন মিয়া দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে হামাদ হাসপাতালে ৩৮ বছরের দীর্ঘ স্বজনবিহীন প্রবাস জীবনের ইতি টানেন।

ফরিদপুরের কৃতিসন্তান মুহসিন মিয়া ১৯৮২ থেকে ২০০৩ সাল পর্যন্ত একজন সফল শিক্ষক হিসেবে অনেক ছাত্রছাত্রীর জীবনে আলো জ্বালিয়েছেন। এ দীর্ঘ পথ পরিক্রমায় পরম স্নেহের পরশে ছাত্রদের জীবনে আলো জ্বালালেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিধায় দুই কন্যা ও স্ত্রীর সান্নিধ্য থেকে থেকেছেন বরাবরই বঞ্চিত।

২০০৩ সালে বাংলাদেশ স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে রূপান্তরিত হলে মুহসিন মিয়া সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন বাংলাদেশী মালিকানাধীন NEW LINE STEEL ENGINEERING COMPANY তে। এই কোম্পানির অধীনেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন।

তিনি গত ৪ ডিসেম্বর শেষ নি:শ্বাস ত্যাগ করলে সোমবার সকল সরকারি আনুষ্ঠানিকতা শেষে আবু হামুর গোরস্থান মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

তাঁর শেষ ইচ্ছে অনুসারে ও পরিবারের অনুমতিক্রমে কাতারের এ গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে দোয়ায় শরীক হন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কূল ও কলেজের সাবেক ও বর্তমান ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ, কিমিউনিটির নেতৃবৃন্দ ও তার বর্তমান কোম্পানির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।


Top