আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনী প্রতিনিধি:

মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন বিএনপির ক্যাডার, নির্যাতনকারী, শালিস বানিজ্যকারি শালিসদার, কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের বিরুদ্ধে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা।

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মুক্তিযোদ্ধা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, বাদশা মিয়া পিতা মৃত সফর আলী গ্রাম চরডুব্বা সোনাগাজী কাছ থেকে ২৮/ ১০/ ১৯৮৭ সালে ২৯৪ মৌজার সাবেক ১৩৫নং খতিয়ানের সাবেক দাগ ৫৫৯ নং দাগের দরজার দক্ষিণে হাল ডিয়ারা ৭৪ নং মৌজার ১২৪ নং খতিয়ানে ১১৭৩ দাগ ভুক্ত বাড়ীর দাগে ২ শতক জমি ছাপ কবলার মাধ্যমে ২ শতক জায়গা খরিদ করি।

মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বলেন, সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মৃত আবদুর গফুরের ছেলে বিএনপির ক্যাডার, বিএনপির আমলে মানুষষকে ক্ষমতা দাপট দেখিয়ে মানুষ নির্যাতনকারী হামলাকারি, শালিস বানিজ্যকারি, নারী লোভী কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামাল দৈর্ঘ্যদিন যাবত ক্রয়কৃত জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করে আমাকে হত্যা ও মামলা হামলা করার হুমকি দিয়ে আসতেছে।

তিনি আরো বলেন, স্থানীয় সমাজপতিদের কাছে মৌখিক অভিযোগ করলে লেংগা কামাল শালিসদার হওয়াতে কেউ তার বিরুদ্ধে শালিস না করে আজ কাল করে করে দৈর্ঘ্যদিন সময় পার করে এবং আমাকে হয়রানি করে। লেংগা কামাল শালিসে না বসে ও তার বাহিনী অস্ত্র নিয়ে আমাকে ও সমাজপতিদেরকে শালিস না করার জন্য হুমকি দেয়।

কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের সাথে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন সংযোগ পাওয়া যায়নি।


Top