আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

রাশেদ কাদের:

মুরাদনগর উপজেলার s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি উৎসব

২০২১ সালকে স্বরনীয় করে রাখতে এবং মুরাদনগর উপজেলার সমস্ত উচ্চ বিদ‍্যালয়ের s.s.c ব‍্যাচের ছাত্র ছাত্রীদের ২০ বছর পুর্তি উপলক্ষে মুরাদনগর উপজেলার কবি কাজি নজরুন ইসলাম মিলনায়তনে এক বর্ন‍্যাঢ‍্য আয়োজনে পালন করা হয় s.s.c ব‍্যাচের ২০ বছর পুর্তি অনুষ্ঠানটি।

দেশে অবস্থানরতদের পাশাপাশি প্রবাস থেকেও অনেক ভিডিও বার্তায় তাদের ২০ বছর পুর্তির অনুভূতির কথা তুলে ধরেন অনেক দিন পর বন্ধুদের পেয়ে স্মৃতিচারণে হারিয়ে পড়েন অনেকে সকাল ১০ টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়

তার পর জাতিয় সংগীত শেষ করে কেক কাটা হয় ২০ বছর পুর্তিতে পারস্পরিক পরিচিতি, স্মৃতিচারণ, স্কুল জীবনের স্মৃতিচারণ, প্রেমের স্মৃতি, স‍্যারদের স্মৃতি, খেলার মাঠের স্মৃতিচারণ করা হয়।

তার পর চা বিরতি শেষ করে এডমিন প‍্যানেল থেকে কয়েকজন বক্তব্যে দেন। জুমার নামাজ ও দুপুরে খাবার বিরতির পর আবারও শুরু হয় বন্ধু এবং তাদের পরিবারের পারফরম্যান্স দিয়ে।

পারফরম্যান্স এর মধ্য ছিল নাচ, গান, কৌতুক, আবৃত্তি ও কোরআন তেলাওয়াত। পারফরম্যান্সের জন‍্য সবাইকে পুরস্কিত করা হয়। পুরস্কার বিতরন করেন নিজ বন্ধু মহলের নিজেরাই সাংস্কৃতি অনুষ্ঠানে স্থানীয় ও অথিতি শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন সবাইকে। সর্ব শেষে ছিল ডি, জে পরিবেশনা


Top