আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনীর সোনাগাজীতে সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদে সরকারি যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সোনাগাজীর সদর ইউনিয়নের মৃত তাজুল হকের ছেলে সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর (মায়ানগর) শাখা রাস্তার হতে সদর ইউনিয়ন বর্ডার রাস্তায় যাওয়ার সরকারি কাচা রাস্তা দখল করে ঘর নির্মাণ করেন সিরাজুল ইসলাম।

 

জনবহুল গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার পথে। ওই রাস্তায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আরম জহির একাধিকবার ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীর চাচ্চু মিয়া, নুর ইসলাম, নুরুল হুদা, শাহ জাহান, মাহবুবুল হক, জামাল উদ্দিন, হানিফ, জসিম উদ্দিন, রোকেয়া আক্তার, ফাতেমা আক্তার, আকলিমা আক্তার জানান,

রাস্তাটি সচল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ রাস্তাটি বন্ধ হলে তাদের যাতায়াতের ব্যবস্থা বন্ধ হবে, অন্যদিকে অন্তত ১০০ পরিবারের চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম রয়েছে।

অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, রাস্তা দখল করে নয়, ক্রয়কৃত জমির ওপর ঘর নির্মাণ করছি। বর্তমানে রাস্তা হিসেবে ব্যবহৃত জায়গা আমার নিজস্ব সম্পত্তি।

এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে গ্রামপুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখার জন্য বলেছি। সরকারি রাস্তা দখল করে কেউ ঘর নির্মাণ করতে পারবে না। তদন্ত করে তা অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।


Top