আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনীর সোনাগাজীতে সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ

বিশেষ প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদে সরকারি যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সোনাগাজীর সদর ইউনিয়নের মৃত তাজুল হকের ছেলে সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর (মায়ানগর) শাখা রাস্তার হতে সদর ইউনিয়ন বর্ডার রাস্তায় যাওয়ার সরকারি কাচা রাস্তা দখল করে ঘর নির্মাণ করেন সিরাজুল ইসলাম।

 

জনবহুল গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার পথে। ওই রাস্তায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আরম জহির একাধিকবার ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসীর চাচ্চু মিয়া, নুর ইসলাম, নুরুল হুদা, শাহ জাহান, মাহবুবুল হক, জামাল উদ্দিন, হানিফ, জসিম উদ্দিন, রোকেয়া আক্তার, ফাতেমা আক্তার, আকলিমা আক্তার জানান,

রাস্তাটি সচল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ রাস্তাটি বন্ধ হলে তাদের যাতায়াতের ব্যবস্থা বন্ধ হবে, অন্যদিকে অন্তত ১০০ পরিবারের চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম রয়েছে।

অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, রাস্তা দখল করে নয়, ক্রয়কৃত জমির ওপর ঘর নির্মাণ করছি। বর্তমানে রাস্তা হিসেবে ব্যবহৃত জায়গা আমার নিজস্ব সম্পত্তি।

এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে গ্রামপুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখার জন্য বলেছি। সরকারি রাস্তা দখল করে কেউ ঘর নির্মাণ করতে পারবে না। তদন্ত করে তা অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।


Top