আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


ক্যাপিটলে সহিংসতার ঘটনায় নিহত চার, ওয়াশিংটন ডিসিতে কারফিউ

ক্যাপিটলে সহিংসতার ঘটনায় নিহত চার, ওয়াশিংটন ডিসিতে কারফিউ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত চারজন। প্রথমে হামলা চলাকালে পুলিশের গুলিতে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে মেডিকেল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে আহত অবস্থায় হাসপাতালে মারা যায় আরো তিনজন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাপিটল হিলের বিক্ষোভ নিয়ে সংবাদ সম্মেলন করেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। তিনি জানান, হাউস রুমে অধিবেশন চলাকালে কয়েক জন বিক্ষোভকারী জোর করে ভেতরে প্রবেশ করে। অনুপ্রবেশকারী দলটির সদস্য ছিলেন গুলিবিদ্ধ হয়ে নিহত ওই নারী। ক্যাপিটলে অনুপ্রবেশকারী দলটিকে বাধা দেয় সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা। ওই সময়েই গুলিবিদ্ধ হন ওই নারী।

ওয়াশিংটন ডিসির মেয়র আরো বাউজার জানান, নিহত বাকি তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া আহত হয়েছে মেট্রো পুলিশ বিভাগের অন্তত ১৪ জন সদস্য।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে নিহত প্রথম নারী অ্যাশলি ব্যাবিট একজন সাবেক মার্কিন সেনা সদস্য। স্যান ডিয়েগোর বাসিন্দা ছিলেন তিনি। ওয়াশিংটন সময় বুধবার দুপুর ৩টার দিকে গুলিবিদ্ধ হন অ্যাশলি ব্যাবিট। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অন্তত ৪৭ জনকে কারফিউ ভাঙার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য অধিবেশনে বসেছিলেন। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টা কার্যত দখল করে রাখে কংগ্রেস ভবন। পরে ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে যায় বিক্ষোভকারীরা।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে।।


Top