ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ের দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাকিব, শামিম এবং আলাউদ্দিন। তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা গণমাধ্যমকে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নবনির্মিত সেফটি ট্যাংক এর ভিতরের বাঁশ-কাঠ খোলার জন্য শামিম ও রাকিব নামের দুই শ্রমিক ট্যাংকের ভিতরে নামে।
তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ডাক চিৎকার দেয়। এসময় পাশে থাকা আলাউদ্দিন তাদেরকে উদ্ধারের জন্য ট্যাংকের ভিতরে নামে। পরে তাদের ৩ জনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা নিহত ৩ জনের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।