আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভুঞাঁ উপজেলার রাজাপুরে সিএনজি কার্গোভ্যানের সংঘর্ষে নিহত ১,আহত-৪

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের রাজাপুরে সিএনজি অটোরিক্সা-কার্গোভ্যানের সংঘর্ষে তারিকুল ইসলাম সম্রাট (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন। সোমবার বিকেলে ফেনী-সোনাইমুড়ি সড়কের রাজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলে অটোরিক্সার যাত্রী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী-সোনাইমুড়ি সড়কের দাগনভূঞাঁ উপজেলার রাজপুর এলাকায় কোরেশমুন্সী থেকে ফেনীমুখী যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দূমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিক্সার ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত মো. সাব্বির, মো. আইয়ুব আলী, মারহাজান বেগম ও রহিমা খাতুনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তারিকুল ইসলাম সম্রাট জেলার দাগনভূঞাঁ উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া পাটোয়ারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। নিহত সম্রাট ওষুধ কোম্পানী ডিসেন্ট ফার্মতে কর্মরত ছিলেন।

কোরেশমুন্স পুলিশ ফাঁসির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা করা হয়েছে।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।।


Top