আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


বুড়িগঙ্গা নদী থেকে মো. জামাল উদ্দিন নামে এক পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক :

বুড়িগঙ্গা নদী থেকে মো. জামাল উদ্দিন (৪০) নামে এক পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১০ জুলাই) সকালে সদরঘাট টার্মিনালের সামনে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় জানান, আমার বাবা বাবুবাজার পুলিশ ফাঁড়িতে একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে তিনি সদরঘাট টার্মিনালে গেলে পা পিছলে দুই পল্টুনের মাঝ দিয়ে নদীতে পড়ে যান। পরে আজ শনিবার সকালে লাশ ভেসে উঠলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সদরঘাট নৌ-পুলিশ থানার উপপরিদর্শক মো. শহিদুল আলম জানান, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি বাবুবাজার পুলিশ ফাঁড়িতে একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সকালে তার লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে তিনি কেন সদরঘাট এসেছিলেন তা জানা যায়নি।


Top