আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


করোনা মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ

আন্তর্জাতিক ডেস্ক :

আজ পবিত্র হজ। করোনা মহামারির মধ্যেই সৌদি আরবে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। হে পরম করুণাময়, তোমার দরবারে বান্দা হাজির…। এ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে চলছে আত্মশুদ্ধি এবং পাপমুক্তির প্রার্থনা।

আজ আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ একযোগে আদায় করবে মুসল্লিরা। মসজিদে নামিরাহ থেকে এবার হজের খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করে খুতবা প্রচারিত হবে। বাংলায় হজের খুতবা শোনাবেন কক্সবাজারের মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান।

সূর্যাস্ত পর্যন্ত ময়দানে থেকে পাপমুক্তির আশায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে সময় কাটাবে হাজীরা। সারাদিন ইবাদত বন্দেগি করে ৮ কিলোমিটার দূরের মুজদালিফার উদ্দেশে যাত্রা শুরু করবে তারা। এরপরই সেখানে রাত্রিযাপন এবং পাথর সংগ্রহ করা হবে। পরদিন ১০ জিলহজ মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছুড়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবে হাজীরা। এরপর মাথা মুড়াবে তারা।

১১ ও ১২ জিলহজ শেষ করবে হজের বাকি আনুষ্ঠানিকতা।

এর আগে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কাবা ঘর তাওয়াফ করে মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে তাওয়াফের কারণে ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষ তাওয়াফ করার সুযোগ পায়নি।

এবার সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী ১৫০টি দেশের নাগরিকদের মধ্যে মাত্র ৬০ হাজার মানুষ পালনের অনুমতি পেয়েছে।


Top