আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


কুমিল্লায় পল্লী চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাগর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সিসিটিভিতে ধারণকৃত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

রোববার (৮ আগস্ট) তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে পল্লী চিকিৎসক শামসুল হুদার চেম্বারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাগর উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে। তিনি মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

ভুক্তভোগী চিকিৎসক সামসুল হুদা গণমাধ্যমকে জানান, শনিবার রাতে তার বাসায় ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানো হয়। পর প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকা পালিয়ে যায়। এর পরের দিন সকালে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ আশপাশের লোকজনকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তার চেম্বারে গিয়ে পিস্তল বের করে হত্যার হুমকি দেয় ও দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুদিন চন্দ্র দাস জানান, রোববার রাতে ভাইরাল ভিডিওটি নজরে এসেছে। সাগরকে গ্রেপ্তারের অভিযান চলছে।

অভিযুক্ত সাগরের নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Top