আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


২০ আগস্ট শুক্রবার পালিত হবে পবিত্র আশুরা

অনলাইন ডেস্ক :

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশের কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

১১ আগস্ট থেকে শুরু হচ্ছে হিজরি মহররম মাস। ফলে ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬৮০ খ্রিষ্টাব্দে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)। শোকাবহ এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আশুরা পালিত হয়।

এছাড়া ইসলামের আশুরা তথা ১০ মহররমের আরও তাৎপর্য রয়েছে। মহররমের দশম দিনটি হজরত আদম (আ.), নূহ (আ.) ও ইবরাহিম (আ.)-এর বহু স্মরণীয় ঘটনার জন্যও তাৎপর্যপূর্ণ। আশুরার দিনসহ এর আগের বা পরদিন মোট দুদিন রোজা থাকার বিষয়েও ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় হিজরি ১৪৪৩ সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ও আশুরার তারিখ নির্ধারণ করা হয়।


Top