আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আনসার বাহিনীর ধানের চারা বিতরণ       ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া    
 


বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বাহরাইনে দায়িত্বরত ফিলিপাইনের রাষ্ট্রদূতকে বিদায় সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

বাহরাইন সরকারকর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন “বাংলাদেশ সোসাইটির” কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহরাইনে দায়িত্বরত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

(০৫ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০ টায় বাহরাইনে অবস্থিত ফিলিপাইন দূতাবাসে রাষ্ট্রদূতকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও বিদায় জানানো হয়।

এসময় ফিলিপাইন দূতাবাসের কনসাল ব্রায়ান জেস সহ ফিলিপাইন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূত আলফনসো এ ভির বাংলাদেশ সোসাইটির করোনাকালীন সময়ের কার্যক্রমের ভূয়াসী প্রশংসা করেন এবং বাহরাইন সরকারের সহায়ক হিসেবে দুই কমিউনিটিকে একসাথে কাজ করার পরামর্শ দেন।

এসময় বাংলাদেশ সোসাইটি ও ফিলিপাইন কমিউনিটির নেতৃবৃন্দ যৌথ ভাবে রক্তদান, পরিচ্ছন্নতা কর্মসূচী, ফেন্ডলি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম করার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ বিদায়ী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন। বাহরাইন সরকারের ভ্যাকসিনেশন প্রকল্পে বিদায়ী রাষ্ট্রদূতের সক্রিয় অংশগ্রহনের কথা স্মরণ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, বিনোদন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, হুরা শাখার সভাপতি হাশেম রানা, সিত্রা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি মো. স্বপন মজুমদার ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম প্রমুখ।

 


Top