আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. হারুন অর রশিদ।

যোগদান উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈনুল ইসলাম সদ্য যোগদানকৃত ইউএনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নব যোগদানকৃত ইউএনও মো. হারুন অর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে বাহারাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

ইউএনও মো. হারুন অর রশিদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াগাও গ্রাম। তার বাবা অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফ আলী এবং তার মা মরহুমা নাদিরা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।


Top