নিজস্ব প্রতিবেদক:
বাহরাইনে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “রেড রোজ ফ্যাশন” বৃহস্পতিবার দেশটির গোদাবিয়া শহরে স্থানীয় সময় সন্ধা ৬টায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রধান উপদেষ্ঠা সামছুল হক, বাংলাদেশ সোসাইটির সহ- সভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছাত্তার জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী
আরো উপস্থিত ছিলেন মো. আতিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মৌলা খান সহ বাহরাইনে অবস্থানরত সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।এসময় উপস্থিত সবাই নতুন এইব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বলেন তরুন উদ্যেক্তারা যদি এগিয়ে আসেন তাহলে বাহরাইনে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে, এবং বৈধ উপায়ে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স আমরা দেশে পাঠাতে পারবো।এ সময় রেড রোজ ফ্যাশনের স্বত্বাধিকারী আব্দুল আজিজ ছাত্তার
ও আজহারুল হক রাজীব অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন,
আমাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন নিত্য নতুন বাংলাদেশী কাপড় এবং প্রসাধনী দিয়ে সাজানোর চেষ্টা করেছি যা প্রবাসী বাংলাদেশী তথা এশিয়ান কমিউনিটির চাহিদা মেটাতে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে ক্রেতা সাধারণের মতামতের ভিত্তিতে আরো আধুনিক এবং কোয়ালিটি সম্পন্ন নিত্যপ্রয়োজনীয় ফ্যাশন সামগ্রী সরবরাহ করার চেষ্টা করবো।এসময় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।