আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ৫ বাংলাদেশীসহ আটক ৭৮

মেহেদী হাসান, মালয়েশিয়া:

ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের সেগাম্বুট ডালামের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পুরুষ, ২৫ নারী, তিন ছেলে ও তিন মেয়েসহ ৭৮ জন বিদেশিকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৩ জন ইন্দোনেশিয়ান ও পাঁচ বাংলাদেশি।

অবৈধ অভিবাসী বসতি নির্মূল করার জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেন, বিভাগ এ বছর এ পর্যন্ত নয়টি বসতি সনাক্ত করেছে।
তিনি বলেছিলেন যে বেশিরভাগ বসতিতে ইমিগ্রেশন অভিযান চালিয়েছিল কিন্তু কিছুদিন পর আবার সেখানে অবৈধ অভিবাসীরা পুণরায় বসতি স্থাপন করতে দেখা গেছে।
“বিদেশিদের ভাড়া দেওয়া স্থানীয়দের মালিকানাধীন বাসস্থান ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন জমিতেও বসতি রয়েছে এসব অবৈধ অভিবাসীদের।

বুধবার (১০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) কমপ্লেক্সে ইমিগ্রেশন বিভাগের হরি রায়া (ঈদুল ফিতরি) উদযাপনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “এমনও কিছু ঘটনা রয়েছে যেখানে এই বসতিগুলিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বৈধ নথিপত্র রয়েছে এমন বিদেশিরাও বাস করে।
তিনি বলেছিলেন যে, তারা এই সমস্যাটি মোকাবেলার প্রচেষ্টায় কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) সহ অনেক দলের সাথে কাজ করবে।

এই অবৈধ বসতিগুলি যেভাবে নির্মূল করা যায় তা নিশ্চিত করার জন্য আমরা নজরদারি এবং অপারেশন পরিচালনা চালিয়ে যাব।

আমরা স্থানীয়দেরকে এইসব অবৈধদের সাথে ষড়যন্ত্র না করার জন্যও মনে করিয়ে দিতে চাই কারণ দোষী ব্যক্তিদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫ই(১) এর অধীনে ব্যবস্থা নেওয়া হতে পারে, তিনি বলেছিলেন।
এছাড়া তিনি আরো বলেন, যারা বিদেশীদের সুরক্ষা দেয় বা নিয়োগ দেয় তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬(১)(ডি)) এবং একই আইনের ৫৫বি ধারা অনুসারে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা যেতে পারে।


Top