আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


মালয়েশিয়া ইমিগ্রেশন অভিযানে ১১৮ জন অবৈধ বাংলাদেশি গ্রেফতার

মেহেদী হাসান

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শূন্য কোটায় নামিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তারই ধারাবাহিকতায় যুক্ত করা হয়েছে দেওয়ান বান্ডারায়া কুয়ালালামপুর ( ডিবিকেএল) কে। যৌথ অভিযানে মালয়েশিয়ার আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে ১৬২ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে।

তাদের মধ্যে বাংলাদেশি অবৈধ অভিবাসী শ্রমিক রয়েছেন অন্তত ১১৮ জন। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের গ্রেফতার করা হয়। দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের সময় অভিবাসীরা গ্রেফতার হয়েছেন।
কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া এই অভিযানে নেতৃত্ব দেয়। বৈধ নথিপত্র না থাকায় ১৬২ নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১৮ বাংলাদেশি, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।
ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশিয়া পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়। অভিযান শেষে সাংবাদিকদের ডিবিকেএল এর পক্ষ থেকে বলা হয়, এই নির্মান সাইটি মালয়েশিয়া সরকারের ভবন নির্মাণ এর আইন ভঙ্গ করেছে। আমরা কয়েকবার নোটিশ পাঠিয়ে সতর্ক করেছি এবং ভুল গুলো সংশোধন করে সরকারের ভবন নির্মাণ আইন ও নীতিমালা অনুযায়ী কাজ পরিচালনা করার জন্য। কিন্তুু নোটিশের পরও ঐ কোম্পানি তাদের মত করে কাজ চালিয়ে যাচ্ছে। রাজধানীর জনবহুল এলাকায় ভবন নির্মাণ করতে হলে অবশ্যই সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে। এই ধরনের অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন


Top