আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় চলছে পুষ্টি সপ্তাহ

দাগনভূঞা প্রতিনিধি:
মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে অপুষ্টিজনিত রোগব্যাধি থেকে প্রজন্মকে রক্ষাসহ সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে দাগনভূঞায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ চলছে। এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে শনিবার (১০ জুন) সকালে দাগনভূঞা উপ স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পুষ্টি সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ নজরুল ইসলাম। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক মোঃ আনোয়ার উল্যাহ ও সমাজকর্মী মোঃ মঞ্জু আলী প্রমুখ।

সভায় বক্তারা শিশু মৃত্যুর হার রোধে, গর্ভবতী মায়েদের পুষ্টির প্রতি লক্ষ্য রাখা এবং কিশোর কিশোরীদের পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন। এই পুষ্টি সাপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।


Top