আজ || শুক্রবার, ১১ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


ফেনী ইউনিভার্সিটিতে সুস্থ দেহ, সুস্থ মস্তিষ্কের উপর সেশন অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে সুস্থ দেহ, সুস্থ মস্তিস্কের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ফেনী ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদের সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারগেটিভ মেডিসিন এট দ্যা ইউনিভার্সিটি অফ ইন্টারগেটেড হেলথ (ইউএসএ) অধ্যাপক ডাঃ মুজিবুল হক। অসাস্থকর খাবার কীভাবে মানুষের শরীর ও মস্তিষ্কের উপর খারাপ প্রভাব বিস্তার করে তা তিনি তুলে ধরেন। দেহ ও মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তিনি।

জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম,

ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম, সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী আকবর সিয়াম, ছাত্র উপদেষ্টা মো: আব্দুল্লাহ আল ইউনুস,শিক্ষক-শিক্ষার্থীসহ, কর্মকর্তা-কর্মচারীরা।


Top