আজ || বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


OUT OF ROUTINE TRAVELERS এর উদ্যোগে সিলেটের টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

 

মো.স্বপন মজুমদার:
OUT OF ROUTINE TRAVELERS এর উদ্যোগে
সিলেটের টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

(২৯ জুন ২০২৩)রাত ১২ টায় ফেনী থেকে লন্ডন এক্সপ্রেস এর স্লিপার কোর্স বাস এ টিম OUT OF ROUTINE TRAVELERS গিয়েছিল সিলেট।

এরপর সোজা নীলাদ্রি এক্সপ্রেস করে সুনামগঞ্জ ভ্রমন শুরু টাঙ্গুয়ার হাওর এর পথে। ফিরে আসেন ৩ জুলাই ২০২৩ রাত ৪টায়।
প্রকৃতি প্রেমিদের কাছে ভ্রমণ শব্দটি অতি পরিচিত। শহর থেকে যদি একবারের জন্য কোথাও ভ্রমণের উদ্দেশ্য বের হওয়া যায় তখন কেবল নিজের মধ্যে প্রশান্তির ছাপ মেলে কোলাহলের ছায়া থেকে।

এই প্রশান্তি সাময়িক হলেও এর ইতিবাচক প্রভাব আমাদের মনে দীর্ঘদিন থাকে। নিজেকে উৎফুল্ল মনে হয়, দৈনন্দিন কাজে গতিশীলতা আসে। তাই শহরের জীবন ছেড়ে গিয়েছিল সিলেট ভ্রমণ।

ভ্রমণ শেষে তারা তাদের সেই মনোমুগ্ধকর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি চমৎকার ভ্রমণ ছিল বন্ধুদের। নিঃসন্দেহে এই ভ্রমণটি আমাদের সকলের জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে বলে মনে করি। জানিনা আর কখনো এমন ট্যুর হবে কিনা। সিলেট অধ্যায়টি আমার মনে চিরসবুজ হয়ে থাকবে।


এসময় উপস্থিত ছিলেন টিমের সিনিয়র এডভাইসর আব্দুল্লাহ আল মামুন, আরোও উপস্থিত ছিলেন টিমের ব্যাচ্ লিডার এম.এ আরমান। টিমের আহাব্বায়ক কমিটি মিশকাত হোসেন, সাইমুন সাফায়েত, জাহেদুল ইসলাম ও সদস্য বৃন্দ মেহেদী, রিদয়, রাকিব, শাওন, সৈকত, অভি এবং মিশাল
প্রমুখ অংশগ্রহণ করেন।


Top