আজ || বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই কৃষি শ্রমিক, তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। ধান কাটার মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

ধানবোঝাই ইঞ্জিনচালিত ট্রলিটি বৃহস্পতিবার ভোররাতের দিকে রওনা হয়ে নওগাঁর নিয়ামতপুর থেকে শিবগঞ্জের বালিয়াদীঘিতে যাচ্ছিলো। পথে ভোর সাড়ে ৫টার দিকে বারিকবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে খাদের পানিতে ধানের বস্তার নিচে কৃষি শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আহত ৫ জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোহাম্মদ বাবু, মিঠুন, তাজামুল, মিলু, কাশেম, মাসুদ, করিম ও আতাউর।

যাত্রীসহ অতিরিক্ত মালামাল নিয়ে চলাচলের কারণে ইঞ্জিনচালিত ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা ফায়ার সার্ভিসের।

হতাহতরা সবাই কৃষি শ্রমিক। তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। আহত চার জনের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর দু’জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আর নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

দুর্ঘটনা কবলিত ট্রলিটিতে থাকা ধানগুলো উদ্ধার করে শিবগঞ্জের বালিয়াদীঘিতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে পুলিশ।

 


Top