আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে ৮ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই কৃষি শ্রমিক, তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। ধান কাটার মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

ধানবোঝাই ইঞ্জিনচালিত ট্রলিটি বৃহস্পতিবার ভোররাতের দিকে রওনা হয়ে নওগাঁর নিয়ামতপুর থেকে শিবগঞ্জের বালিয়াদীঘিতে যাচ্ছিলো। পথে ভোর সাড়ে ৫টার দিকে বারিকবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে খাদের পানিতে ধানের বস্তার নিচে কৃষি শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আহত ৫ জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোহাম্মদ বাবু, মিঠুন, তাজামুল, মিলু, কাশেম, মাসুদ, করিম ও আতাউর।

যাত্রীসহ অতিরিক্ত মালামাল নিয়ে চলাচলের কারণে ইঞ্জিনচালিত ট্রলিটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা ফায়ার সার্ভিসের।

হতাহতরা সবাই কৃষি শ্রমিক। তাদের বাড়ি শিবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে। আহত চার জনের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপর দু’জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আর নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

দুর্ঘটনা কবলিত ট্রলিটিতে থাকা ধানগুলো উদ্ধার করে শিবগঞ্জের বালিয়াদীঘিতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে পুলিশ।

 


Top