আজ || বুধবার, ১২ মার্চ ২০২৫
শিরোনাম :
  দাগনভূঞা প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আন্তর্জাতিক নারী দিবস পালিত       দাগনভূঞায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা       বাহরাইনের বিচার, ইসলামীক ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ       নিখোঁজ মো: সাহাদাত হোসেনের সন্ধান চায় তার পরিবার       বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে       বাহরাইনের রাজার কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এর পরিচয় পত্র পেশ:       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক    
 


বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে

মো. স্বপন মজুমদার:

বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে।

শনিবার দেশটির ইসা টাউন এলাকায় জুবায়ের বিন আওয়াম মসজিদে তারাবীর নামাজের পর কালামে মাজিদের সূরেলা তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়

ধারাবাহিক দাওরায়ে তাফসির যা পুরো রমজান মাস কোরআনের ব্যাখ্যা ও শিক্ষা বিশ্লেষণের মাধ্যমে মানুষ ও ঐশ্বরিক বাণীর সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা চলবে।

কোরআন এসেছে মানুষের জীবন ও চিন্তাভাবনাকে নতুন করে সাজাতে এই স্লোগানে প্রতি রমজান মাসে  সারে সাত পারা করে  কুরআনের  তেলায়াত,  বাংলা সরল তরজমা এবং  সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়ে থাকে এবং চার বছরে পবিত্র কুরআনের পরিপূর্ণ তাফসীর শেষ হয়।

দেশটির ৩টি শহরে, মানামা, ইসা টাউন, ও হামাদ টাউন মাস ব্যাপী চলবে এর আয়োজন। ঈশা টাউনে তাফসীর করেন মাওলানা হাসান আল বান্না।তেলাওয়াত করেন হাফেজ শাহ আলম, অনুবাদক করেন কাজী রোমান।

এসময় উপস্থিত ছিলেন, ঈসা টাউন জোন তাফসীর মাহফিলের সভাপতি মুহাম্মদ সেলিম,, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, খায়রুল বাশার,গিয়াসউদ্দিন মিয়াজি এবং জয়নাল আবেদীন সহ অনেকে।


Top