আজ || বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে

মো. স্বপন মজুমদার:

বাহরাইনে দাওরায়ে তাফসীরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চলবে পুরো রমজান মাস ধরে।

শনিবার দেশটির ইসা টাউন এলাকায় জুবায়ের বিন আওয়াম মসজিদে তারাবীর নামাজের পর কালামে মাজিদের সূরেলা তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়

ধারাবাহিক দাওরায়ে তাফসির যা পুরো রমজান মাস কোরআনের ব্যাখ্যা ও শিক্ষা বিশ্লেষণের মাধ্যমে মানুষ ও ঐশ্বরিক বাণীর সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা চলবে।

কোরআন এসেছে মানুষের জীবন ও চিন্তাভাবনাকে নতুন করে সাজাতে এই স্লোগানে প্রতি রমজান মাসে  সারে সাত পারা করে  কুরআনের  তেলায়াত,  বাংলা সরল তরজমা এবং  সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়ে থাকে এবং চার বছরে পবিত্র কুরআনের পরিপূর্ণ তাফসীর শেষ হয়।

দেশটির ৩টি শহরে, মানামা, ইসা টাউন, ও হামাদ টাউন মাস ব্যাপী চলবে এর আয়োজন। ঈশা টাউনে তাফসীর করেন মাওলানা হাসান আল বান্না।তেলাওয়াত করেন হাফেজ শাহ আলম, অনুবাদক করেন কাজী রোমান।

এসময় উপস্থিত ছিলেন, ঈসা টাউন জোন তাফসীর মাহফিলের সভাপতি মুহাম্মদ সেলিম,, ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ, খায়রুল বাশার,গিয়াসউদ্দিন মিয়াজি এবং জয়নাল আবেদীন সহ অনেকে।


Top