আজ || শুক্রবার, ১১ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


ফেনী ইউনিভার্সিটিতে ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ মে ও ১ জুন দুইদিন ব্যাপি ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলায়তনে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ মুটিং সোসাইটির (ফুলমস) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রোগ্রামে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনমূলক ও চাকরি বাজারে নিজেদের এগিয়ে নেয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাসফিয়া তাসনিম দিশি (সিনিয়র এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট, বিওয়াইএলসি), আব্দুল্লাহ আল মামুন সানি (এক্সিকিউটিভ, লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিচিং, বিওয়াইএলসি), হাবিবা তাসনিম (এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট,বিওয়াইএলসি )
আরাফাত ইসলাম (এক্সিকিউটিভ, রিসার্চ মনিটরিং এন্ড ইভুলেশন বিওয়াইএলসি), তওসিফ এ জাওয়াদ (প্রফেশনাল ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, বিওয়াইএলসি)

উল্লেখ্য, ইউনিভার্সিটির ৯০ জন নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমটির ৬ টি সেশন অনলাইনে ও ২টি সেশন অফলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে লিডারশীপ, প্লানিং, সিভি রাইটিং, ইন্টারভিউ, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, কমিউনিকেশন, ক্যারিয়ার প্লানিংসহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


Top