অবশেষে বাইডেনকে চীনের অভিনন্দন বার্তা
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার প্রায় এক সপ্তাহ পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীন। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বাইডেনকে শুভেচ্ছা জানান। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় ৩ নভেম্বর। এতে জো বাইডেন জয় পেলেও গতকাল পর্যন্ত পরাজয় মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে কয়েকটি দেশ বাইডেনকে অভিনন্দন জানানো থেকে বিরত থাকে। এ তালিকায় চীন, রাশিয়া ও তুরস্কসহ আরও কয়েকটি দেশ ছিল। কিন্তু ইতোমধ্যে তুরস্ক অভিনন্দন বার্তা পাঠিয়েছে। আর গতকাল শুক্রবার এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করল চীন। অন্যদিকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে বাইডেনকে শুভেচ্ছ না জানালেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাইডেন প্রশাসনের সঙ্গে কাজ করতে ‘বৈপ্লবিক’ কোনো পরিবর্তন হবে না।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা আমেরিকার জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই। বেইজিংয়ের
আগের অবস্থান পুনর্ব্যক্ত করে চীনা এই কর্মকর্তা বলেন, আমরা জানি মার্কিন নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।